ঘটনার পর পর ঢাকা ও আখাউড়া থেকে ২টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
রবিবার সকাল ৯টায় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হতে আরো ৪/৫ ঘণ্টা সময় লাগবে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে এই কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
আখাউড়া রেলওয়ে জংশন থেকে ঢাকাগামী একটি জ্বালানী তেলবাহী কনটেইনার ট্রেন শনিবার দিবাগত রাত ৯টায় ছেড়ে আসে। শিমরাইলকান্দি এলাকায় টানিং পয়েন্ট অতিক্রমকালে ট্রেনটিতে বিকট শব্দ হয়। এসময় ইঞ্জিনের পাশের ৯টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে কয়েকটি বগি লাইন থেকে ছিটকে ৬/৭ ফটু দূরে গিয়ে পড়ে। এতে রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ওইসব বগির বিপুল পরিমাণ জ্বালানী তেল নির্গত হয়ে পাশ্ববর্তী জলাশয়ে ছড়িয়ে পড়েছে।
এদিকে উদ্বার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল পথে আপ এবং ডাইন লাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবতসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।